সবচেয়ে বড় ডিসপ্লের মোবাইল ফোন।।

বড় ডিসপ্লের একটি ফোন তৈরি করতে যাচ্ছে চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে। ফোনটির মডেল হনর ভি৮ ম্যাক্স।

ফোনটিতে থাকছে ৬.৬ ইঞ্চি ডিসপ্লে।

সম্প্রতি হুয়াওয়ে চীনের মোবাইল ফোন উৎপাদনের জন্য ছাড়পত্র প্রদানকারী প্রতিষ্ঠান টিইএনএএ এর সনদ সংগ্রহ করেছে। ফোনটির ছবি ও কনফিগারেশন ইন্টারনেটে ফাঁস হয়েছে।

হুয়াওয়ে হনর সিরিজের এই নতুন ফোনটিতে থাকছে অ্যামোলিড ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন হবে ১৪৪০x২৫৬০ পিক্সেল।

ফোনটিতে কিরিন ৯৫০ চিপসেট ব্যবহার করা হবে। প্রসেসরের ক্লকস্পিড হবে অক্টাকোর ২.৩ গিগাহার্জ। এতে মালি টি৮৮০ জিপিইউ থাকবে। র‌্যাম হবে ৩ জিবি। বিল্টইন মেমোরি হবে ৩২ জিবি।

মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

ফোনটির রিয়ার ক্যামেরা হবে ১৩ মেগাপিক্সেলের। ফ্রন্ট ক্যামেরা ৮ মেগাপিক্সেলের। হনর ভি৮ ম্যাক্স ফোনটির ব্যাটারি ৪৪০০ মিলিঅ্যাম্পায়ার আওয়ারের।

অ্যানড্রয়েড মার্সম্যালো অপারেটিং সিস্টেম চালিত এই ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে।
Previous
Next Post »