পাড়ার নাপিত ডেকে মাত্র ২০ টাকায় চুল কাটান ধোনি।।

বিশ্বের প্রথম দশজন ধনী সেলিব্রেটি ধোনি একজন। ধোনি চুল কাটার পাড়ার নাপিত ডেকে। তাকে কত মায়না দেন, জানেন? মাত্র ২০ টাকা! অবাক হচ্ছেন?

তার নাম মাহেন্দ্র সিংহ ধোনি৷ আপাদ-মস্তক স্টাইলিস্ট৷ লম্বা চুল থেকে মোওহক, নিজের লুক নিয়ে এক্সপেরিমেন্ট করতে পিছপা হন না ধোনি। স্বাভাবিকভাবেই ধরে নেওয়া যায়, তার জন্য বিশেষ হেয়ারড্রেসার রয়েছে। সেটা থাকলেও তার পছন্দ খুবই সিম্পল।

আপাতত নিজের বাড়িতে চুটিয়ে ছুটি কাটাচ্ছেন তিনি। রাঁচির বাড়িতে তো আর হেয়ারড্রাসার যেতে পারেননি। ফলে কীভাবে চুল ছাঁটালেন? একটি ছবি প্রকাশ করেছেন ধোনি। তাতে ধোনি নিজেই জানিয়েছেন, পাড়ার নাপিত ডেকে ২০ টাকায় চুল কাটান ধোনি। ধোনি তাকে ২০ টাকা দেন। কোনো বকসিসও তাকে দেননি ধোনি।।
Previous
Next Post »