কম দামে নতুন একটি ডিএসএলআর ক্যামেরা আনলো ইমেজিং প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ক্যানন। এটি ইওএস সিরিজের। মডেল ইওএস এম১০০। এতে ২৪.২ মেগাপিক্সেলের সেন্সর ব্যবহার করা হয়েছে।
মিররলেস প্রযুক্তির এই ক্যামেরাটিতে টিলট-শিফট লেন্স ব্যবহার করা হয়েছে। এর লেন্স পরিবর্তনের সুযোগ রয়েছে।
ক্যাননের নতুন ক্যামেরাটিতে আছে ২৪.২ মেগাপিক্সেলের এপিএস-সি সিমস সেন্সর। এতে ডিজিক ৭ ইমেজ প্রসেসর ব্যবহার করা হয়েছে।
ক্যামেরাটিতে কন্টিনিউটিং শুটিং স্পিড ফিচার ব্যবহার করা হয়েছে। ফলে প্রতি সেকেন্ডে সর্বোচ্চ ৬.১ ফেম ধারণ করতে পারে।
এছাড়াও এতে ফিক্সড অটোফোকাস রয়েছে। এর সার্ভো অটোফোকাসে প্রতি সেকেন্ডে ৪.০ ফ্রেম ধারণ করা যাবে।
ক্যামেরাটির আইএসও রেঞ্জ ২৫৬০০।
ক্যামেরটিতে ছয়টি অ্যাসিসট্যান্ট সেটিংস রয়েছে। এতে আছে ৩ ইহ্চির টাচ
প্যানেলে এলসিডি। যা ১৮০ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানো যাবে।
কানেকটিভিটির জন্য ক্যামেরাটিতে আছে ওয়াইফাই, ব্লুটুথ এবং এনএফসি।
ক্যামেরাটি ভারতের বাজারে বিক্রি হচ্ছে ৩৯ হাজার ৯৯৫ রুপিতে।
