সব বাদশা বারবার আর ডন বাদশা একবার ঈদে শুভ মুক্তি


এই প্রথম টালিগঞ্জের সুপারস্টার জিৎ বাংলাদেশী সিনেমায় অভিনয় করেছেন। ছবিটির নাম ‘বাদশা দ্য ডন’। আসছে রোজার ঈদে ছবিটি মুক্তি পাবে। ঈদে মুক্তি উপলক্ষে অনলাইনে ছবিটির ফার্স্ট লুক টিজার রিলিজ করেছে।
গতকাল রাত ৮টার সময় জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয় বাদশার টিজার। টিজারে দেখা যায় প্রথমেই জিৎ কয়েকজন ফোন করে বলে ডন বাদশা। তারপরেই ট্রেনের উপর দৌড়ে বের হোন জিৎ। তারপরেই বলে উঠে ‘ডন বাদশা নিজের দুশমন কে ভুলে না আর দোস্ত কেও ভুলে না’  ‘সব বাদশা বারবার আর ডন বাদশা একবার’। শেষে সংলাপ বলে যে, ‘বলেছিলাম না ঈদে আসবো, এসে গেছি’।
ছবিটি পরিচালনা করেছেন বাবা যাদব। ছবিটিতে অভিনয় করেছেন জিৎ, নুসরাত ফারিয়া, ফেরদৌস, রজতব দত্ত, পুজা ও রেবেকা প্রমুখ।
দেখুন ‘বাদশা’ ছবির ট্রেইলারঃ

Badsha The Don | 1st Look Teaser | Jeet | Nusraat Faria | Badsha The Don Bengali Movie 2016
https://www.youtube.com/watch?v=580c6cpnsAY

Previous
Next Post »