জার্মানির আক্রমণভাগের সেরা খেলোয়াড় টমাস মুলার। বড় আসরের তারকা
তিনি। কিন্তু ইউরোর মতো আসরের মাঝপথে এসে এ কী বললেন মুলার? অন্তত আগামী
দুই সপ্তাহে কোনো পেনাল্টি কিক নেবেন না তিনি! কেন?
ইউরোর কোয়ার্টার ফাইনালে ইতালির বিপক্ষে টাইব্রেকারে পেনাল্টি শটে লক্ষ্যভেদ করতে পারেননি মুলার। তার জন্য হয়তো সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে। নইলে কি আর এমন সিদ্ধান্ত নেবেন তিনি? জার্মানির তারকা এই স্ট্রাইকার বলেন, ‘আগামী দুই সপ্তাহ আমি কোনো পেনাল্টি কিক নেব না। পেনাল্টি নিয়ে আমি আমার টেকনিকের উপর কিছু কাজ করব। প্রায় এক বা দুই মাসের মধ্যে নিখুঁত হয়ে মাঠে ফিরতে চাই।’
তবে দলের প্রয়োজনে পেনাল্টি কিক নেয়ার কথাও জানালেন মুলার বলেন, ‘এখন আমি পেনাল্টি কিক নেব না। এখনকার মতো কাজটি অন্যদের করতে দেব। যদি কোনো ম্যাচ টাইব্রেকারে যায় এবং আমাকে প্রয়োজন হয়, তাহলে আমি প্রস্তুত আছি। কিন্তু নিজে থেকে পেনাল্টি নেওয়ার কথা বলব না।
ইউরোর কোয়ার্টার ফাইনালে ইতালির বিপক্ষে টাইব্রেকারে পেনাল্টি শটে লক্ষ্যভেদ করতে পারেননি মুলার। তার জন্য হয়তো সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে। নইলে কি আর এমন সিদ্ধান্ত নেবেন তিনি? জার্মানির তারকা এই স্ট্রাইকার বলেন, ‘আগামী দুই সপ্তাহ আমি কোনো পেনাল্টি কিক নেব না। পেনাল্টি নিয়ে আমি আমার টেকনিকের উপর কিছু কাজ করব। প্রায় এক বা দুই মাসের মধ্যে নিখুঁত হয়ে মাঠে ফিরতে চাই।’
তবে দলের প্রয়োজনে পেনাল্টি কিক নেয়ার কথাও জানালেন মুলার বলেন, ‘এখন আমি পেনাল্টি কিক নেব না। এখনকার মতো কাজটি অন্যদের করতে দেব। যদি কোনো ম্যাচ টাইব্রেকারে যায় এবং আমাকে প্রয়োজন হয়, তাহলে আমি প্রস্তুত আছি। কিন্তু নিজে থেকে পেনাল্টি নেওয়ার কথা বলব না।
