রেকর্ড গড়ে কোয়ার্টার ফাইনালে গেলেন রজার ফেদেরার।।

রেকর্ড গড়েই উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে উঠলেন রজার ফেদেরার। সোমবার লন্ডনের আসরের শেষ আটে উঠেছেন স্বাগতিক অ্যান্ডি মারেও। মেয়েদের এককে দুই বোন সেরেনা ও ভেনাস উইলিয়ামস নিশ্চিত করেছেন কোয়ার্টার ফাইনাল। সবাইকে চমকে কোয়ার্টার ফাইনালে উঠে আসা ডমিনিকা চিবুলকোভার বিয়েটা বুঝি পেছাতে হচ্ছে!

উইম্বলডনের ১৪টি কোয়ার্টার ফাইনালে খেলার রেকর্ড এতদিন কেবল ছিল কিংবদন্তি জিমি কনোরসের। সেটা স্পর্শ করেছেন ফেদেরার। এই সুইস মার্টিনা নাভ্রাতিলোভার গড়া ৩০৬টি গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জয়ের রেকর্ডও স্পর্শ করেছেন। যুক্তরাষ্ট্রের স্টিভ জনসনকে ৬-২, ৬-৩, ৭-৫ এ হারিয়েছেন ফেদেরার। এদিন ২০১৩ এর চ্যাম্পিয়ন মারে ৭-৫, ৬-১, ৬-৪ এ হারিয়েছেন অস্ট্রেলিয়ার নিক কিরগিওসকে। কোয়ার্টার ফাইনালে মারে খেলবেন জো উইলফ্রেড সোঙ্গার সাথে। সাতবারের উইম্বলডন জয়ী ফেদেরারের প্রতিপক্ষ ক্রোয়েশিয়ার মারিন কিলিচ।

চ্যাম্পিয়ন নোভাক জকোভিচকে বিদায় করে দেওয়া স্যাম কুয়েরি তার স্বপ্নযাত্রা ধরে রেখেছেন। ফ্রেঞ্চ নিকোলাস মাহুতকে ৬-৪, ৭-৬ (৭/৫), ৬-৪ এ হারিয়ে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম কোয়ার্টার ফাইনালে উঠেছেন। ২০১১ সালে মার্ডি ফিশে শেষ আমেরিকান হিসেবে উইম্বলডনের শেষ আটে উঠেছিলেন।

স্লোভাকিয়ার চিবুলকোভা বিশ্বের তিন নম্বর খেলোয়াড় আগনিয়েস্কা রাদাওয়াস্কাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন। ২৭ বছরের খেলোয়াড় এমনটা আশা করেননি। শনিবার নিজের শহর ব্রাতিসলাভায় প্রেমিক মিসো নাভারাকে বিয়ে করার কথা তার। কিন্তু রুশ ইলেনা ভেসনিনাকে হারিয়ে সেমিফাইনালে উঠলে তাকে বিয়েটা আপাতত স্থগিত করতে হবে। তিনি বলেছেন, "জিতলে বদলাবো দিন। নইলে খুব তাড়াহুড়া হয়ে যাবে।"
Previous
Next Post »