রান করলেও ছক্কাই মারেননি ওয়ানডে ক্রিকেটে।।

শাহিদ আফ্রিদি একের পর এক ছক্কা হাঁকাতে ওস্তাদ। বোলার বল করলেই সেই বলের ঠিকানা হয় গ্যালারি। ক্রিস গেইলও তাই। বল আসামাত্র তা পত্রপাঠ উড়ে যায় গ্যালারিতে। ভারতের বিরাট কোহলিও ছক্কা হাঁকানোয় সিদ্ধহস্ত।

কিন্তু এমনও অনেক ব্যাটসম্যান রয়েছেন, যাঁরা ছক্কাই মারেননি ওয়ানডে ক্রিকেটে। অথচ দ্রুত রান তোলার জন্য তো ছক্কা মারতেই হয় ব্যাটসম্যানদের। সেই কাজটাই এঁরা করতে পারেননি।

একনজরে দেখে নেওয়া যাক সেই সব ব্যাটসম্যানদের, যাঁরা একের পর এক ওয়ানডে-তে ব্যাট করতে নামলেও ছক্কা হাঁকাতে পারেননি.....

মনোজ প্রভাকর
প্রভাকরের মতো অলরাউন্ডার বারো বছর খেলেছেন ভারতের হয়ে। ১৩০টি ওয়ানডে ক্রিকেট খেললেও প্রভাকরকে ছক্কা মারতে কেউ দেখেননি। দুটো সেঞ্চুরি ও এগারোটা হাফ সেঞ্চুরির মালিক মনোজ প্রভাকর।

ডিওন ইব্রাহিম
ডিওন ইব্রাহিম জিম্বাবোয়ের ক্রিকেটার। টেস্ট ও ওয়ানডে-তে ইব্রাহিমকে ছক্কা মারতে কেউই দেখেননি। দেশের হয়ে ৮২টি ওয়ানডে ও ২৯টি টেস্ট ম্যাচ খেলেছেন ডিওন। কিন্তু বোলারকে তুলে গ্যালারিতে ফেলতে পারেননি ডিওন।

থিলান সমরবীরা
শ্রীলঙ্কার খুবই দক্ষ ব্যাটসম্যান। দেশের হয়ে ৮১টি টেস্ট ম্যাচ খেলেছেন সমরবীরা। ৫,৪৬২ রানের মালিক তিনি। ওয়ানডে ক্রিকেটে সমরবীরা কিন্তু মোটেও সফল ব্যাটসম্যান নন। দেশের হয়ে ৫৩টি ম্যাচ খেলেন সমরবীরা। দুটো শতরানও রয়েছে। কিন্তু ছক্কা মারতে পারেননি।

জিওফ্রে বয়কট
ইংল্যান্ডের কিংবদন্তি এই ব্যাটসম্যান ওয়ানডে কেরিয়ারে হাজারের বেশি রান করেছেন। কিন্তু ছক্কা মারতে পারেননি। ওয়ানডে ক্রিকেটে একটা সেঞ্চুরি ও ন’টা হাফ সেঞ্চুরির মালিক বয়কট। হলে হবে কী!ছক্কা মারতে তিনি মোটেও দক্ষ নন।
Previous
Next Post »